শিক্ষার্থীদের জয় হয়ে গেছে: ফিরোজ রশীদ
কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদের জয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী নেতা কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, রাজপথে ছাত্ররা যখন নামে, জীবনেও খালি হাতে ফিরে আসেনি। আন্দোলন কখনো বৃথা যায় না। আজকে হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্ট স্থগিত করেছেন।
আজ বুধবার দুুপুরে রাজধানীর সিটি সেন্টারে রওশনপন্থী জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের এক যৌথ সভায় দলের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এ কথা বলেন।
কোটাবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপকতার ইঙ্গিত করে ফিরোজ রশীদ বলেন, ‘আজকে সব মিডিয়া, সব টেলিভিশন গেছে শাহবাগে, হাইকোর্টে। ছাত্র আন্দোলন সবকিছু ছ্যাড়াব্যাড়া করে দিছে।’
জাতীয় পার্টির (জাপা) সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘রাজপথে ছাত্ররা যখন নামে, জীবনেও খালি হাতে ফিরে আসেনি। আমরা সারা জীবন রাজপথে আন্দোলন করেছি, আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছি, আন্দোলন করতে করতে বাংলাদেশটাই একসময় অর্জন করেছি। আন্দোলন কখনো বৃথা যায় না।’
সরকারি চাকরিতে মাত্রাতিরিক্ত কোটাব্যবস্থার সমালোচনা করেন কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘এখন মুক্তিযোদ্ধার সন্তানেরা নয়, চাকরির জন্য আসে মুক্তিযোদ্ধাদের পোষ্য, অর্থাৎ নাতি–পুতিরা। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার যে মুক্তিযোদ্ধাদের পোষ্যদের জন্য দু-তিন শতাংশ রাখব, পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য দু-এক শতাংশ। আর ডিজেবল (প্রতিবন্ধী)।’ এখন বেশি দিতে গিয়ে আম-ছালা দুটোই গেছে বলেও মন্তব্য করেন কাজী ফিরোজ।
যৌথ সভায় দলের জ্যেষ্ঠ কো–চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো–চেয়ারম্যান সাইদুর রহমান, রাহগির আল মাহি সাদ এরশাদ, গোলাম সরোয়ার, সুনীল শুভ রায়, মহাসচিব কাজী মামুনুর রশীদ শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আল পাঠানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।