সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই সরকার বিচলিত হয়ে পড়ে: রিজভী
সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই সরকার বিচলিত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা (সরকার) ভীতির মধ্যে পড়ে যায়। কী পরিণতি হয়, এই আশঙ্কায় সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে চায় না।
আজ মঙ্গলবার ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাতিসংঘে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের চিঠির সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একদিকে চিঠি দিচ্ছে, আরেক দিকে বলছে দূরত্ব কমে আসছে। ডাবল স্ট্যান্ডার্ড (দ্বিমুখী) সরকার আসন গেড়ে আছে।
রুহুল কবির রিজভী বলেন, সরকার বলে, বিভিন্ন দেশের সঙ্গে ভুল–বোঝাবুঝি কমে আসছে। কিন্তু জনগণের সঙ্গে যে ভুল–বোঝাবুঝি হয়েছে, তা কমানোর উদ্যোগ নেয়নি। জাতিসংঘে চিঠি দিল, আবার দূরত্ব কমানোর কথা বলছে। আসলে বিশ্বের নানা প্রান্ত থেকে বাংলাদেশ রাজনৈতিক চাপের মুখে আছে।
বিএনপির এই নেতা বলেন, ব্যবসায়ী, শিল্পপতি, চাকরিজীবীরা হতাশা ও শঙ্কার মধ্যে দিন যাপন করছেন। নির্বাচন সুষ্ঠু করতে গেলে সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে মাটিচাপা দিয়েছে সরকার। বিশ্বাসযোগ্য নির্বাচন নিয়ে তারা তামাশা করে।