দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশাহারা

রাজধানীর বিজয় নগরে গণসমাবেশের আয়োজন করে এবি পার্টি। ঢাকা, ১৮ মার্চছবি: সংগৃহীত

এবি পার্টির নেতারা বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা মানুষের বিশ্বাস ভঙ্গ করে গণতন্ত্রকে হত্যা করেছে। জোর করে ক্ষমতা আঁকড়ে থাকা, দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোটাধিকার হরণ ছাড়া আওয়ামী লীগের আর কোনো অর্জন নেই।

রমজান মাসব্যাপী এবি পার্টির গণ-ইফতার কর্মসূচির সপ্তম দিনে সোমবার বিজয় নগরে বিজয়-৭১ চত্বরে গণসমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের (একাংশ) ভারপ্রাপ্ত আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, বর্তমান সরকার গত তিনটি নির্বাচনে জালিয়াতি করে ভোটাধিকার হরণ করে রেখেছে। দেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে মানুষ দিশাহারা।

সভাপতির বক্তব্যে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা মানুষের বিশ্বাস ভঙ্গ করে গণতন্ত্রকে হত্যা করেছে। জোর করে ক্ষমতা আঁকড়ে থাকা, দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোটাধিকার হরণ ছাড়া আওয়ামী লীগের আর কোনো অর্জন নেই। জনগণ এক শ্বাসরূদ্ধকর পরিস্থিতিতে জীবনযাপন করছে।

এবি পার্টির কেন্দ্রীয় নেতা সফিউল বাসারের সঞ্চালনায় গণসমাবেশে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের (একাংশ) ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান, এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান, অধ্যাপক আবু হেলাল, এস এম আক্তারুজ্জামানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য দেন।