ঢাকায় পদযাত্রার রাস্তা বদলাল বিএনপি

ঢাকায় ১৮ ও ১৯ জুলাই ঘোষিত ‘পদযাত্রা’ কর্মসূচির রাস্তা বদলিয়েছে বিএনপি।

১৮ জুলাই রাজধানীর গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক) পর্যন্ত পদযাত্রা করবে দলটি। পরদিন ১৯ জুলাই উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা হবে। দুদিনই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা করবে দলটি।

শুক্রবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে পদযাত্রার রাস্তা পরিবর্তনের কথা জানান।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ‘এক দফা’ দাবিতে গত বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তখন পদযাত্রার রাস্তা ছিল গাবতলী থেকে যাত্রাবাড়ী (১৮ জুলাই) এবং আবদুল্লাহপুর থেকে বাহাদুর শাহ পার্ক (১৯ জুলাই)। এখন রাস্তা পরিবর্তন করে গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক আর আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী করা হয়েছে।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জুলাই ঢাকা মহানগর উত্তর বিএনপি গাবতলী থেকে যে পদযাত্রা শুরু করবে, সেটি মগবাজারে পর্যন্ত এলে যুক্ত হবে দক্ষিণ বিএনপি। তারা বাহাদুর শাহ পার্ক পর্যন্ত যাবে। গাবতলী হয়ে পদযাত্রাটিÞশ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড় বা বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

একইভাবে ১৯ জুলাই ঢাকা মহানগর উত্তর বিএনপি আবদুল্লাহপুর থেকে যে পদযাত্রা শুরু করবে, সেটি রামপুরা ব্রিজ পর্যন্ত এলে যুক্ত হবে দক্ষিণ বিএনপি। তারা যাত্রাবাড়ী পর্যন্ত যাবে। এই পদযাত্রা আবদুল্লাহপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিকÞবিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়েÞখিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

ঢাকার পাশাপাশি ১৮ জুলাই সারা দেশের সব জেলা ও মহানগরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা হবে। এই কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।