কোনো কমিশনের প্রস্তাব বাতিল করার বিপক্ষে বাসদ (মার্ক্সবাদী)
সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে ১৯৭১ সালের ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের ভিত্তি হিসেবে গ্রহণ করার যুক্তি অস্পষ্ট এবং বিভ্রান্তিকর বলে মনে করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। পাশাপাশি কোনো কমিশনের প্রস্তাব বাতিল করার বিপক্ষে দলটি।
দলটির প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেন, সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রকে যুক্ত করার প্রস্তাব দিলেও জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে বাদ দেওয়ার পেছনে পরিষ্কার যুক্তি নেই।
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির প্রধান সমন্বয়ক মাসুদ রানা এ কথাগুলো বলেন।
সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার নিয়ে লিখিত মতামত দেওয়ার কথা জানিয়ে মাসুদ রানা বলেন, ‘এখানে অনেক বিষয় আমাদের কাছে যথার্থ মনে হয়নি, আরও ব্যাখ্যার প্রয়োজন আছে। এই বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা করতে হবে। মতপার্থক্য যে জায়গাগুলোতে আছে, আমরা যদি ধৈর্যসহকারে আলাপ-আলোচনা করতে পারি, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো আমরা একমত হতে পারব। গণ-অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা, একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা তা করতে চাই।’
কমিশনের প্রতিবেদনে পাকিস্তানের ঔপনিবেশিক শোষণের প্রসঙ্গ এবং ১৯৭২ সালের সংবিধানে ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপের ভূমিকা উপেক্ষিত বলে তিনি অভিযোগ করেন।
কোনো কমিশনের প্রস্তাব বাতিল করার বিপক্ষে জানিয়ে মাসুদ রানা বলেন, ‘আমরা দেখছি বাতিল করার একটা প্রবণতা আছে। নারী সংস্কার কমিশন সেটা বাতিল করে দাও। আমরা মনে করি, এটা অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। আমরা ঠিক-বেঠিক নিয়ে আলোচনা করব।’ বাংলাদেশে বহুদিন পরে একটা গণতান্ত্রিক পরিবেশ আনতে আমাদের কণ্ঠস্বর আরও জোরালো করা দরকার। আমরা কোনো কিছুকে বাতিল করে দেব না, মত-দ্বিমত সেগুলো রাখব, যেকোনো কমিশনের ক্ষেত্রেই।’
মাসুদ রানা বলেন, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা আধুনিক সংবিধানের অপরিহার্য উপাদান। একই সঙ্গে তিনি বিচারব্যবস্থার কার্যকারিতা, প্রশাসন, আইনসভা, বিচার বিভাগের স্বাধীনতা এবং ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ওপর জোর দেন।
দলটি সংসদের মেয়াদ চার বছর করার পক্ষে। পাশাপাশি দলটি একজন ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে না পারার প্রস্তাব দিয়েছে এবং সংবিধান সংশোধনে গণভোটের প্রয়োজনীয়তার কথাও বলেছে।
১২ সদস্যের একটি প্রতিনিধিদল মাসুদ রানার নেতৃত্বে সংলাপে অংশ নেয়।