তিন দিনে জাসদের মনোনয়ন ফরম কিনলেন ৩০৪ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ সোমবার ৫১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গত শনিবার থেকে জাসদের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এ নিয়ে গত তিন দিনে ৩০৪ জন মনোনয়ন ফরম কিনেছেন। আগামীকাল মঙ্গলবার দলটির মনোনয়ন ফরম বিক্রি শেষ হচ্ছে।
জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। ওই দিন বেলা তিনটায় জাসদের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার পর বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
সোমবার জাসদের মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ঢাকা-৫ আসনে মো. শহীদুল ইসলাম, মানিকগঞ্জ-১ আসনে আফজাল হোসেন খান, মৌলভীবাজার-২ আসনে বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩ আসনে আবদুল মোসাব্বির, মানিকগঞ্জ-২ আসনে রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-৩ আসনে সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী, নাটোর-১ আসনে মো. মোয়াজ্জেম হোসেন, মৌলভীবাজার-৩ আসনে নুরে আলম, মানিকগঞ্জ-৪ আসনে রফিকুল ইসলাম, পাবনা-৪ আসনে মো. খালেক, হবিগঞ্জ-১ আসনে দেওয়ান শাহেদ, সিলেট-৩ আসনে মনসুর আহমেদ চৌধুরী, রংপুর-৫ আসনে আহসানুল কবির, দিনাজপুর-৬ আসনে আফজাল হোসেন, গাইবান্ধা-৫ আসনে একরাম হোসেন, নেত্রকোনা-২ আসনে মোখলেছুর রহমান মুক্তাদির ও পিরোজপুর-৩ আসনে রণজিৎ কুমার হাওলাদার।