তিন অভিশাপে অর্থনীতিতে রক্তক্ষরণ চলছে: ইনু

জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ স্মরণে আয়োজিত সভায় বক্তব্য দেন দলটির সভাপতি হাসানুল হক ইনু। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কার্যালয়েছবি: সংগৃহীত

বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লুটপাট ও দুর্নীতি—এই তিন অভিশাপে দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ চলছে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, বাজার সিন্ডিকেটের ছোবলে নিত্যপণ্যে বাজার বিশৃঙ্খল। জনজীবন বিপর্যস্ত ও ক্ষতবিক্ষত।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ইনু এসব কথা বলেন। জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ স্মরণে এই সভার আয়োজন করা হয়।

জনগণকে স্বস্তি দিতে বাজার সিন্ডিকেট ধ্বংস ও অর্থনীতিকে গতিশীল করতে বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লুটপাট ও দুর্নীতির অভিশাপ দূর করাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার বলে মনে করেন ইনু।

সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জনজাগরণ তৈরি করতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এই অপশক্তি রোখা যাবে না। জনগণের মাঝে ১৪ দলের যে আবেদন আছে, তা জনজাগরণে পরিণত করতে হবে।

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মৌলবাদকে এখনো কবর দিতে পারিনি। যুদ্ধাপরাধীদের কয়েকজনের ফাঁসি হলেও তাদের চূড়ান্তভাবে পরাজিত করা যায়নি। তাই সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে।’

আগামীকাল শুক্রবার সকাল ৯টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে কাজী আরেফ আহমেদের সমাধিতে জাসদ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জাসদের পক্ষ থেকে জানানো হয়েছে।