সরকার জঙ্গি নাটক মঞ্চস্থের পরিকল্পনা করছে, অভিযোগ রিজভীর
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে একটি দেশের পরিকল্পনায় জঙ্গি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগের সময়ের মতো ভাগ–বাঁটোয়ারার নির্বাচনের প্রাক্কালে জঙ্গি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জঙ্গি নাটক মঞ্চস্থ করে গণতান্ত্রিক বিশ্বকে বিভ্রান্ত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গণতান্ত্রিক বিশ্বের কাছে আহ্বান জানিয়ে রুহুল কবির বলেন, আপনারা (গণতান্ত্রিক বিশ্ব) বর্তমান সরকারের প্রোপাগান্ডাকে (অপপ্রচার) বিশ্বাস করবেন না। আওয়ামী লীগের একতরফা সাজানো ডামি নির্বাচন নিয়ে সোচ্চার হোন। এ দেশের জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।
আগের দুই নির্বাচনে ‘ভোট ছাড়াই’ ক্ষমতায় এলেও এবার কোনো রাখঢাক করছে না আওয়ামী লীগ সরকার, এই অভিযোগ করে রুহুল কবির বলেন, লজ্জা–শরমের মাথা খেয়ে প্রকাশ্যে আসন বাঁটোয়ারা করা হচ্ছে।
আওয়ামী লীগ ছাড়া কারও এখন এই দেশে বাসযোগ্যতা নেই বলে মন্তব্য করেন রুহুল কবির। তিনি বলেন, ‘একদিকে বধ্যভূমি, অন্যদিকে দুর্ভিক্ষের মতো এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে প্রতিটি মানুষকে রাজপথে নেমে এসে নির্বাচন বানচাল করতে হবে।’
বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতা–কর্মীকে যদি এই ‘ভুয়া’ নির্বাচন এবং কোনো প্রার্থীর সঙ্গে সংশ্লিষ্টতা, প্রচার–প্রচারণায় প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণ-সমর্থন বা ভোট প্রদানকেন্দ্রিক কর্মকাণ্ডে ন্যূনতম সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রুহুল কবির।