ঢাকা-১৪: নৌকার প্রার্থী মাইনুলকে কারণ দর্শাতে বলল ইসি

মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের সমাবেশ। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় এখান থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনিফাইল ছবি: প্রথম আলো

অনুমতি ছাড়া নির্বাচনী সমাবেশ করায় ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ বুধবার অনুসন্ধান কমিটির সদস্য ঢাকা দায়রা জজ মো. মামুনুর রহমান ছিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে আগামী শনিবার কমিটির সামনে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে বলা হয়।

অনুসন্ধান কমিটি চিঠিতে সূত্র উল্লেখ করা হয়, দৈনিক প্রথম আলো অনলাইন পত্রিকায় গত ১৯ ডিসেম্বর ‘প্রচারের শুরুতেই আচরণবিধি ভাঙলেন যুবলীগ নেতা মাইনুল’ শীর্ষক প্রতিবেদন ও নির্বাচনী অনুসন্ধান কমিটির অনুসন্ধানে প্রাপ্ত তথ্য।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচনী এলাকা ঢাকা-১৪ আসনের প্রার্থী হিসেবে ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব অনুমতি না নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল মিরপুরের হজরত শাহ আলী মাজারের মূল ফটকের ভেতরে নির্বাচনী সমাবেশ করেন। পূর্বনির্ধারিত এই কর্মসূচিতে নেতা–কর্মী-সমর্থকদের বসার জন্য মাজার চত্বরে মূল ফটকের ভেতরে চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয়। এতে কয়েক হাজার নেতা–কর্মী যোগ দেন। সন্ধ্যা সোয়া সাতটায় সভা শেষে তিনি দলীয় নেতা–কর্মীদের নিয়ে গাবতলী অভিমুখে প্রচার চালান। এতে ওই সময় মাজার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাইনুল হোসেন খান নিখিল

চিঠিতে আরও বলা হয়, কমিটির অনুসন্ধানে দেখা যায়, একই দিন মাইনুলের পক্ষে রূপনগর আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে ও গাবতলী বাস টার্মিনাল এলাকার হোটেল আরিফ আবাসিকের ভবনে ও সম্মুখভাগে নির্ধারিত মাপের চেয়ে বড় আকৃতির রঙিন ব্যানার টানিয়ে বহুসংখ্যক ব্যক্তির ছবিসংবলিত প্রচার চালানো হয়। এই ঘটনা দুটি নির্বাচনী আচরণবিধিমালার বিধি ৬(খ)/ ৬(গ)/ ৬ (ঘ)/ ১১(খ) ও ৭(৩)/৭(৪)/ ৯(খ)–এর সুস্পষ্ট লঙ্ঘন। এ জন্য অনুসন্ধান কমিটি মাইনুলকে ব্যাখ্যা দিতে বলেছে।

নির্বাচনী আচরণিবিধি অনুযায়ী, সভার দিন, সময় ও স্থান সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। প্রস্তাবিত সভার ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশকে জানাতে হবে। জনগণের চলাচলে বাধা সৃষ্টি হতে পারে, এমন কোনো সড়কে জনসভা বা পথসভা করা যাবে না।

আরও পড়ুন