স্থানীয় নির্বাচন চাওয়া মানে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা: নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘শুনতেছি অনেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীন স্থানীয় সরকার নির্বাচনও চাচ্ছে। এটা সম্ভব না। অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য। আমরা সবাই জানি, স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছরের বেশি সময় লাগবে। এসব বলার মানে, জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শফিউল আলম প্রধানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে নানা বাধা তৈরি করা হচ্ছে। সংস্কার আর গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অনেক রাজনৈতিক দল ও সংগঠন নিজেদের রাজনৈতিক স্বার্থে নানা কায়দায় গণতান্ত্রিক প্রক্রিয়ার অভিযাত্রাকে বিলম্বিত করতে চায়।
বাংলাদেশের কিছু রাজনৈতিক ও সামাজিক শক্তি নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা গোষ্ঠীর স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিলম্বিত করতে চায় বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘অনেকে বলে আমরা নাকি সংস্কার চাই না, আমাদের চেয়ে বেশি সংস্কার তো কেউ চায় কি না, এমন প্রশ্ন তোলেন তিনি।’
ফ্যাসিবাদী সরকারের যারা দোসর ছিলেন, যাঁরা নেতৃত্ব দিয়েছেন, যাঁরা তাঁদের সঙ্গে ছিলেন, তাঁদের সবার বিচার অবশ্যই করতে হবে বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছিল, সে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মর্যাদার সঙ্গে নিজ নিজ স্থানে ফিরে যাওয়া। সংস্কার আর গণতন্ত্র পরস্পরবিরোধী নয়, এটি পরিপূরক বলেন তিনি। একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন।
জাগপা সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান। এতে বক্তব্য দেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ জাতীয়তাবাদী সমমনা জোট ও দলীয় নেতারা।
গতকাল সোমবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কিছু ‘উপকারিতা’ বর্ণনা করে তিনি বলেছেন, ‘আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র খোঁজা না হয়। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক। সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না।’