অমানবিকতার দাপটের এ সময়ে দরকার লেনিনের দেখানো পথে সমাজ পরিবর্তন

লেনিন দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন। ঢাকা, ২২ এপ্রিলছবি: সংগৃহীত

বর্তমানে অমানবিকতার যে দাপট চলছে, তাতে রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ লেনিনের দেখানো পথে সমাজ পরিবর্তন দরকার। একটি নীতিনিষ্ঠ বিপ্লবী পার্টিই সেই পরিবর্তন এনে দেশের মানুষের সংকট মোচন করতে পারে। লেনিনের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা এ কথা বলেন।

এ বছর লেনিনের মৃত্যুশতবর্ষ (১৯২৪-২০২৪)। তাঁর মৃত্যুশতবর্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ ও লেনিন দিবস উপলক্ষে ‘লেনিন এবং বিপ্লবী পার্টি: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সিপিবি।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম সভাপতির বক্তব্যে বলেন, লেনিনের পার্টির গঠননীতি গণতান্ত্রিক কেন্দ্রিকতার ওপর নির্ভরশীল। গণতন্ত্র ও কেন্দ্রিকতা দ্বান্দ্বিকভাবে সম্পর্কিত। দুইয়ের মধ্যে দ্বান্দ্বিকতা না থাকলে পার্টি প্রাণহীন হয়ে পড়ে এবং জনগণ থেকে বিচ্ছন্ন হয়ে পড়ে। সাংগঠনিক আমলাতন্ত্রের জন্ম হয়।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) লেনিনকে মানবমুক্তির সংগ্রামের অন্যতম দিশারী উল্লেখ করে বলেন, আজ সর্বত্র অমানবিকতার যে দাপট চলছে, এর বিপরীতে লেনিনের প্রদর্শিত পথে সমাজ পরিবর্তন করতে হবে।

রুহিন হোসেন আরও বলেন, চলমান সময়ে কর্তৃত্ববাদী শাসন, দুঃশাসনের অবসান, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম অগ্রসর করতে সিপিবি নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে অগ্রসর হচ্ছে।

আলোচনা সভায় অংশ নেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, লেনিনের শিক্ষার আলোকে দেশে একটি বিপ্লবী গণভিত্তিসম্পন্ন পার্টি গঠন ছাড়া বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সম্পন্ন করা যাবে না। সেই দায়িত্ব পালনের জন্য পার্টির সদস্যদের তত্ত্বগতভাবে ও সাংগঠনিকভাবে প্রস্তুত হতে হবে।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম ফরিদুজ্জামান বলেন, বর্তমান প্রেক্ষাপটে মার্ক্সবাদ-লেনিনবাদী দল হিসেবে বিজেপি মার্ক্সবাদবিরোধী সব ধরনের দার্শনিক ভাবনাকে মোকাবিলা করবে। পাশাপাশি দৃঢ় সাংগঠনিক শৃঙ্খলা প্রয়োগের মধ্য দিয়ে সমাজতন্ত্র অভিমুখী বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম চালিয়ে যাবে।
আলোচনা সভা সঞ্চালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার।