মন্ত্রী-এমপির হলফনামা যেন ‘আলাদিনের চেরাগের’ কাহিনি: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীফাইল ছবি

হলফনামায় সরকারদলীয় প্রার্থীদের বিপুল সম্পদের বিবরণীকে ‘আলাদিনের চেরাগের রূপকথার কাহিনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘একদলীয় পাতানো নির্বাচনে তাদের (আওয়ামী লীগ) মন্ত্রী-এমপি-ডামি-উচ্ছিষ্টভোগী স্বতন্ত্র প্রার্থীদের হলফনামা পড়লে মনে হয় যেন রূপকথার আলাদিনের চেরাগের কাহিনি পড়ছি।’

আজ বুধবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘নিশিরাতের ভোট ডাকাত সরকারের ৫ বছর থেকে ১৫ বছরের মধ্যে মন্ত্রী-এমপি এবং তাদের নেতারা অর্থসম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অনেকে প্রায় কপর্দকহীন থেকে আঙুল ফুলে কলাগাছ নয়, বটগাছ হয়েছেন। তাঁদের স্ত্রী-সন্তান-শাশুড়িরাও টাকার কুমিরে পরিণত হয়েছেন। সাধারণ ব্যবসায়ীদের লোকসান হলেও আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকদের কোনো লোকসান নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘হলফনামা ধরে প্রতিদিন সংবাদপত্রে প্রার্থীদের সম্পদের যে বিবরণ প্রকাশিত হচ্ছে, তা দেখে জনগণের চক্ষু চড়কগাছের অবস্থা। একেকজনের সম্পদ ২০০ গুণ, ৩০০ গুণ, ৪০০ গুণ ৫০০ গুণ; কেউ আবার পাঁচ বছরে ৭০০ গুণ সম্পদের মালিক হয়েছেন। অবস্থা এমন হয়েছে যে টাকার পাহাড়ে ঘুমান মন্ত্রী–এমপি ও নেতারা। যে মন্ত্রী-এমপি নিজেকে কৃচ্ছ্র সাধনের বরপুত্র বলে জাহির করতেন কিংবা যিনি জনসম্মুখে সততার পরাকাষ্ঠা প্রদর্শনের নাটক করতেন, তাঁদের শঠতার বীভৎস বিগ্রহ জনগণের সামনে উন্মোচিত হয়েছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘১০ বছর আগে যে মন্ত্রীর হলফনামায় বার্ষিক আয় হাজারের ঘরে ছিল, তিনিও এখন কোটি কোটি টাকার মালিক। সবাই জানে, হলফনামায় সম্পদের সামান্যই প্রকাশ পেয়েছে। অবৈধ অর্থ, বিদেশে পাচার করা অর্থ, সেকেন্ড হোম, বিদেশে গচ্ছিত সম্পদের হিসাব নেই।’

অনেকের হলফনামায় ‘মিথ্যা’ তথ্য দেওয়ার অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘অর্থবিত্ত, সম্পদের ছিটেফোঁটার হিসাব দিলেও কোনো কোনো মন্ত্রী-এমপি (সংসদ সদস্য) হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দেশকে শায়েস্তা খাঁর আমলে ফিরিয়ে নিয়েছেন যেমন সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী হলফনামায় ১০০ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন মাত্র এক লাখ টাকা। হিসাবে তাঁর কাছে গচ্ছিত প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে এক হাজার টাকা। কুমিল্লা-৭ আসনের প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত ২২ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন ২১ হাজার টাকা। অথচ বাজারে স্বর্ণের ভরি এখন লাখ টাকার ওপরে। অথচ মন্ত্রী-এমপি ও নেতাদের এত সম্পদ, টাকার পাহাড় কীভাবে গড়ে উঠেছে, আয়ের উৎস কী—এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।’

বিএনপি ও তার দোসরেরা দেশে দুর্ভিক্ষ ঘটানোর ষড়যন্ত্র করছে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, ‘বিএনপি নাকি আগামী মার্চ মাসে দেশে দুর্ভিক্ষ ঘটাবে। কী হাস্যকর রঙ্গব্যঙ্গ!’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে চোরের ফ্যাক্টরি। তাদের নেতা শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। গত দেড় দশকে বিনা ভোটের রাজত্বে মন্ত্রী-এমপি, বড় নেতা, ছোট নেতা, পাতিনেতা, খুদে নেতা—সবাই দুর্নীতি, লুটপাট, নৈরাজ্যের স্বর্গ গড়েছেন।’

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৪০ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ৯ হাজার ৪৭৫ জনের বেশি। আর ২৮ অক্টোবরের মহাসমাবেশ কেন্দ্র করে এর চার-পাঁচ দিন আগে থেকে অদ্যাবধি গ্রেপ্তারের সংখ্যা ২১ হাজার ৪৯০ জন ছাড়িয়ে গেছে বলে জানান রিজভী। সেই সঙ্গে সারা দেশে ৬৭টি ‘মিথ্যা’ মামলায় ৯ জন নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড এবং ১ হাজার ৩২ জনের বেশি নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।