বিএনপি নির্বাচনের বিষয়ে ‘সিরিয়াস’ না: যুবলীগ চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশছবি: প্রথম আলো

বিএনপি নির্বাচনের বিষয়ে ‘সিরিয়াস’ না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেছেন, এটা তাদের (বিএনপির) একটা ভাঁওতাবাজি। তারা আসলে নির্বাচনে যেতে চায় না।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘পদযাত্রার নামে বিএনপি-জামায়াত সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষের জানমালের ক্ষতিসহ গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

বিএনপির নেতৃত্ব নিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, তাদের নেতা (তারেক রহমান) ও নেত্রী (খালেদা জিয়া) দুজনই দণ্ডপ্রাপ্ত আসামি। তারা কোন কারণে নির্বাচনের জন্য সিরিয়াস হবে? নির্বাচনে দলের, সংসদীয় দলের নেতা কে হবেন? খালেদা জিয়াও পারবেন না, তারেক জিয়াও পারবেন না। ফখরুলকেও (মির্জা ফখরুল ইসলাম) তাঁরা নেতা হতে দেবেন না।

শেখ ফজলে শামস পরশ আরও বলেন, ফখরুলকে নেতা বানানোর মতো উদারতা তাদের নেই। এত শক্ত ভিত্তির ওপর তারা তো দাঁড়িয়ে নেই। গণতন্ত্রের চর্চাও তাদের নেই। নির্বাচন বানচালের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করে সহানুভূতি অর্জন করতে চাচ্ছে তারা। এর মধ্যেই তাদের রাজনীতি সীমাবদ্ধ। নির্বাচন নস্যাৎ করতেই তারা মাঠে নেমেছে।

বিএনপি তাদের পুরোনো কৌশল নতুনভাবে প্রয়োগের চেষ্টা চালাচ্ছে জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘তারা লাশের রাজনীতি করতে চাচ্ছে। লাশের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এই চেষ্টা আমরা সফল হতে দেব না। তাই রাজপথে দাঁড়িয়েছি, রাজপথেই থাকব। যেকোনো মূল্যে বিএনপির চক্রান্ত নস্যাৎ করব।’

দেশে থাকতে চাইলে স্বাধীনতাযুদ্ধের শহীদদের পক্ষে থাকতে হবে উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান বলেন, স্বাধীনতাবিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। যারা স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করে, তাদের সুবিধা দেয়, তাদের এ দেশে রাজনীতি করা বন্ধ করে দিতে হবে।

বিএনপি জনবান্ধব আওয়ামী লীগ সরকারকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে জানিয়ে শেখ ফজলে শামস বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি তাদের পছন্দ হচ্ছে না। বিভিন্ন মহলের মাধ্যমে অপচেষ্টা চালাচ্ছে তারা। অপপ্রচার করে বিদেশের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। তাদের এসব অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানিয়ে শেখ ফজলে শামস বলেন, ‘বাংলাদেশ নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে, দেশের শান্তি বিঘ্নিত হতে এবং গরিব–দুঃখীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে রাজপথে থাকলে ওরা কিছু করতে পারবে না।’ বিএনপির কাচের ঘর একটু টোকা দিলেই ভেঙে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশ পরিচালনার সক্ষমতা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে জানিয়ে শেখ ফজলে শামস বলেন, দেশের উন্নতি ও অগ্রগতির আলোকে পর্যালোচনা করলে দেশ পরিচালনার নৈতিক ও আদর্শিক সক্ষমতা এবং যৌক্তিক ভিত্তি শুধু শেখ হাসিনা সরকারের আছে। এর প্রধান কারণ তাঁর আজীবন সংগ্রাম। আর তিনি তাঁর কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন, দেশের উন্নয়ন শুধু তাঁর আমলেই হতে পারে। দেশের প্রতি দায়িত্ববোধ তাঁর মতো আর কোনো সরকার দেখাতে পারেনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।