প্রেসিডেন্ট নির্বাচন দেখতে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে আগামী বুধবার দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে একটি সম্মেলনেও অংশ নেবেন তিনি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মস্কোর উদ্দেশে যাত্রা করবেন সিইসি। এ সফরে সিইসির সঙ্গে থাকবেন তাঁর একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। সফরের সময় তাঁদের থাকা-খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন।

সফরে সিইসি ‘নির্বাচনী সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক একটি সম্মেলনে অংশ নেবেন। ১৯ মার্চ সিইসির দেশে ফেরার কথা রয়েছে।

গত ডিসেম্বরে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ১৭ মার্চ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন। এবারও প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন।