ডাকসু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজন নিয়ে প্রথম বৈঠক করেছেন নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এ এস এম মহিউদ্দিন, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক নাসরিন সুলতানা, অধ্যাপক মো. শহিদুল ইসলাম, অধ্যাপক তারিক মনজুর এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন হলের প্রাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি আগামী বৃহস্পতিবার দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ডাকসুর তফসিল ঘোষণাকে সামনে রেখেই আমরা অংশীজনদের সঙ্গে আলোচনা করব।’