এখান থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস

সারজিস আলমছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।’

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ফেসবুকে এক পোস্টে সারজিস এ কথা লেখেন। ওই পোস্টে সারজিস আরও লেখেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। অনেক পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।’

সারজিস আলমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

সারা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান জানিয়ে সারজিস লেখেন, ‘গোপালগঞ্জের বিবেকবান ছাত্র–জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’

এর আগে আজ গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির পূর্বঘোষিত সমাবেশে হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশ শেষে এনসিপি নেতারা বের হলে তাঁদের ঘিরে আবার হামলা করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়, যাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে গোপালগঞ্জ শহরে অবস্থানকালে এই ফেসবুক পোস্ট দিয়েছেন সারজিস আলম।