গাড়ি পোড়ানোর মামলায় যুবদলের সহসভাপতি রেজাউল কবীর গ্রেপ্তার

গাড়িতে আগুন দেওয়ার মামলায় গ্রেপ্তার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবীর
ছবি: সংগৃহীত

বিএনপির অঙ্গসংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবীরকে (পল) গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব। তাঁকে কেরানীগঞ্জ থানার গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রেজাউল কবীরকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব–১০–এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, কেরানীগঞ্জ এলাকায় একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার তদন্তে রেজাউল কবীরের সংশ্লিষ্টতা রয়েছে—এমন তথ্য পাওয়ার পর তাঁকে আইনের আওতায় আনা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সে কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে তিনি গাড়িতে আগুন দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন কি না, সেই তথ্য জানায়নি র‌্যাব।

এদিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, গতকাল রাতে রেজাউল করীমকে সাদাপোশাকের গোয়েন্দা পুলিশ পরিচয়ে ধানমন্ডির বাসা থেকে তুলে নেওয়া হয়।