ভোটের দিন গণকারফিউ পালনের আহ্বান গণ অধিকার পরিষদের

রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক মোড় এলাকায় সমাবেশ করে গণ অধিকার পরিষদ। ৫ জানুয়ারিছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে ‘একতরফা ডামি’ নির্বাচন আখ্যা দিয়ে জনগণকে ভোটের দিন ‘গণকারফিউ’ পালনের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদের একাংশ (নুরুল হক)।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক মোড় এলাকায় এক সমাবেশ থেকে পরিষদের নেতারা এ আহ্বান জানান। ‘একতরফা ডামি’ নির্বাচন বর্জন এবং নিরপেক্ষ সরকারের অধীন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এ সমাবেশ করে গণ অধিকার পরিষদ।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ‘ভারতের মদদে দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে আফ্রিকা অঞ্চলের মতো ব্যর্থ অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য আওয়ামী লীগ ৭ জানুয়ারি ভাগ–বাঁটোয়ারার নির্বাচন আয়োজন করছে। দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণ এই নির্বাচন বর্জন করেছে, কোনো বিরোধী দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না।’


নুরুল বলেন, ‘৭ জানুয়ারি এক তরফা নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। স্বতঃস্ফূর্তভাবে গণকারফিউ পালন করুন, ঘর থেকে কেউ বের হবেন না।’
গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।