মেট্রোরেলের উদ্বোধনের দিন বড় জমায়েত করবে আ.লীগ

মেট্রোরেল
ফাইল ছবি

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে বড় জমায়েত করবে আওয়ামী লীগ। এ লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ প্রস্তুতিও শুরু করেছে। আজ বুধবার দিয়াবাড়িতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতিতে প্রস্তুতি সভা হয়েছে।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠান, ফলক উন্মোচনসহ সব কর্মসূচিই সরকারি। কিন্তু প্রকল্পের উদ্বোধন উপলক্ষে দিয়াবাড়িতে দলীয় নেতা-কর্মীদের বড় জমায়েত দেখানো অনেকটা ধন্যবাদ জানানোর মতো। আওয়ামী লীগ রাজনৈতিক সমাবেশ করবে না। তবে প্রধানমন্ত্রীর উপস্থিতি রাজনৈতিকভাবে উদ্‌যাপন করা হবে।

প্রস্তুতি সভায় আজ জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশে মেট্রোরেল, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল হয়েছে। এরপরও বিএনপি অন্ধের মতো কোনো কিছু দেখতে পায় না। নানক আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি অল্প কয়েকজন অতিথি নিয়ে মেট্রোরেল চালু করবেন। তিনি জনগণের সামনে কথা বলবেন। ওই দিন এক লাখ মানুষের সমাবেশের কথা বলছেন মহানগর নেতারা। কিন্তু এখানে লাখ লাখ মানুষের সমাবেশ হবে। সবাইকেই ভোরে উঠেই এখানে এসে জমায়েত হতে হবে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেউ ষড়যন্ত্র করলে তার মোকাবিলা করতে হবে। এ জন্য দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় আরও বক্তৃতা দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান প্রমুখ।