জাতীয় পার্টির আয় বেশি, ব্যয় কম

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) আয় বাড়লেও ব্যয় কমেছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিমের কাছে ২০২৩ সালের দলীয় আয়-ব্যয়ের এই হিসাব জমা দেওয়া হয়।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়–ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কমিশনে জমা দেওয়া হিসাবে দেখা গেছে, ২০২৩ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। এ সময় ব্যয় হয়েছে ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। বর্তমানে ব্যাংকে জমা আছে ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৩০৬ টাকা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আয়-ব্যয়ের হিসাব জমা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান, দলের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।