১৪ মামলায় বিএনপির ৬৪৭ নেতা–কর্মীর আগাম জামিন

বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিকে ঘিরে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় করা ১৪টি মামলায় দলটি ও এর অঙ্গসংগঠনের ৬৪৭ জন নেতা–কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দলটির এই নেতা–কর্মীদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। এ সময়ের মধ্যে জামিন আবেদনকারীদের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী কায়সার কামাল, মো. রুহুল কুদ্দুস, কামাল হোসেন, শফিউল আলম মাহমুদ, উজ্জ্বল হোসেন ও কে আর খান পাঠান প্রমুখ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিএনপি ও সমমনা অন্য রাজনৈতিক দলগুলো ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি করে।

আরও পড়ুন

আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, এ কর্মসূচিতে পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে ময়মনসিংহ, নেত্রকোনা, কুষ্টিয়া, কিশোরগঞ্জসহ আট জেলার বিভিন্ন থানায় পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীরা শতাধিক মামলা করেন। মামলায় বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েক হাজার নেতা–কর্মীকে আসামি করা হয়।

এর মধ্যে ১৪টি মামলায় ৬৪৭ নেতা–কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ সময়ের মধ্যে এসব নেতা–কর্মীকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে বলে জানান বিএনপির আইনবিষয়ক সম্পাদক এই আইনজীবী।