দেশে ভয়ের সংস্কৃতি, লুটপাটতন্ত্র দাপটের সঙ্গে বিরাজ করছে: বাম জোট

সারা দেশে ভয়ের সংস্কৃতি, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা দাপটের সঙ্গে বিরাজ করছে। দেশকে এ অবস্থা থেকে মুক্ত করে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ শনিবার বাম গণতান্ত্রিক জোটের নেতারা ‘ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের স্মারক ও অমর আসাদ’ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বাম জোট।

সেখানে বাম জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, শহীদ আসাদের রক্তমাখা পথ ধরে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়। কিন্তু দেশে ভোটের অধিকার হরণ করা হয়েছে, নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে, সারা দেশের ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে। দেশে পুঁজিবাদী লুটপাটতন্ত্র, সাম্রাজ্যবাদ আর সাম্প্রদায়িকতা আজ দাপটের সঙ্গে বিরাজ করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামকে এগিয়ে নিতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুস সাত্তার, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ।