বাম জোট ও বাংলাদেশ জাসদ যুগপৎ আন্দোলন করবে

আজ বুধবার পল্টনের মুক্তি ভবনে বাম জোট ও বাংলাদেশ জাসদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়ছবি: প্রথম আলো

নির্দলীয় তদারকি সরকারের অধীন নির্বাচন, নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবি এবং দুঃশাসন-নিপীড়ন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার পল্টনের মুক্তি ভবনে বাম জোট ও বাংলাদেশ জাসদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ–সংকট এবং বিরোধী দলের সভা-সমাবেশের ওপরে হামলার নিন্দা জানানো হয়। নেতারা বলেন, সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতের এই বিপর্যয়। এ দায় সরকারের।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সিপিবির কেন্দ্রীয় কমিটি সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।