নাটোর উপনির্বাচনে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান

সিদ্দিকুর রহমান পাটোয়ারী
ছবি: সংগৃহীত

নাটোর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক।

আজ শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গণভবনের ফটকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এ তথ্য জানান। সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসনটি শূন্য হয়। গত ৩০ আগস্ট সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, আগামী ১১ অক্টোবর এই শূন্য আসনে ভোট গ্রহণ হবে।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলের ১৭ জন নেতা দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে আবদুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুসও ছিলেন। তবে অভ্যন্তরীণ জরিপে সিদ্দিকুর রহমান পাটোয়ারী সবার চেয়ে এগিয়ে ছিলেন বলে জানা গেছে। তিনি বড়াইগ্রাম উপজেলা পরিষদের পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান।