মিছিল থেকে ইডেন কলেজ ছাত্রদলের নেত্রীসহ ৩ নেতা-কর্মী আটক

বাঁ থেকে রেহেনা আক্তার, মো. পারভেজ ও তানভীর অপূর্বছবি: সংগৃহীত

৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল থেকে ইডেন মহিলা কলেজ শাখার আহ্বায়কসহ ৩ নেতা-কর্মীকে আটকের খবর পাওয়া গেছে। আজ সন্ধ্যায় রাজধানীর রমনা এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে বলে দাবি করেছে ছাত্রদল।

ছাত্রদলের দাবি অনুযায়ী, আটক তিনজন হলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের ইডেন মহিলা কলেজ শাখার আহ্বায়ক রেহেনা আক্তার, ঢাকা মহানগর পশ্চিম শাখার কর্মী মো. পারভেজ ও হাবীবুল্লাহ বাহার কলেজ শাখার কর্মী তানভীর অপূর্ব।

হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রদল
ছবি: সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, হরতালের সমর্থনে সন্ধ্যা সাতটায় ঢাকার মগবাজার মোড় থেকে পুরাতন রমনা থানা পর্যন্ত তাঁরা মশালমিছিল করেন। মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ যৌথভাবে হামলা করে। এতে ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী আহত হন। সেখান থেকে ছাত্রদলের তিনজনকে ধরে পুলিশ ‘নির্যাতন’ করে ও পরে আটক করে।

ছাত্রদলের এই কর্মসূচিতে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার ও নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান, সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন, ছাত্রীবিষয়ক সহসম্পাদক জান্নাতুল ফেরদাউস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন প্রমুখ।