শরিকদের সঙ্গে আওয়ামী লীগের ৭ আসনে সমঝোতা

অবশেষে ১৪-দলীয় জোটের শরিকদের মধ্যে তিনটি দল আওয়ামী লীগের কাছ থেকে সাতটি আসনে সমঝোতার আশ্বাস পেয়েছে। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তিনটি করে আসন পাচ্ছে। আর জাতীয় পার্টি (জেপি) পেয়েছে একটি আসন।

বৃহস্পতিবার এই তিন শরিক দলের শীর্ষ নেতৃত্বকে মৌখিকভাবে সাত আসনের বিষয়ে জানিয়ে দিয়েছেন ১৪-দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি প্রথম আলোকে পরে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৪-দলীয় জোটের শরিকদের আসন ভাগাভাগির বিষয়টি ‘অস্বস্তিতে’ রূপ নেয়। সর্বশেষ গত রোববার সংসদ ভবনে ১৪ দলের বৈঠক হয়। ওই বৈঠকে প্রথমবার আসন ভাগাভাগির আলোচনায় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অংশ নেন। শরিক দলের নেতারা ধারণা করেছিল, ওই বৈঠকেই আসন সমঝোতা হয়ে যাবে। তবে তারপরেও বিষয়টি ঝুলে থাকে।