স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ চায় সিপিবি

কমিউনিস্ট পার্টি (সিপিবি)

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটির মেয়র ‘চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন’ দাবি করে তাঁদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পাশাপাশি বর্তমান ডেঙ্গু পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণারও দাবি জানিয়েছে দলটি।

আজ শুক্রবার বিকেলে সিপিবি পল্টন শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এডিস মশা নিয়ন্ত্রণ এবং আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ৫ থেকে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করতে হবে। এ পরিকল্পনা অনুযায়ী বছরব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যেতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ দাবি করে তাঁরা বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটির মেয়র চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তাই তাঁদের পদত্যাগ করা উচিত।

সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, পল্টন থানার সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা, সহসম্পাদক উত্তম ভৌমিক, হকারনেতা মো. রাকিব প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তাদের ভাষ্য, ডেঙ্গু নিয়ন্ত্রণে ২০২১-২২ অর্থবছরে ঢাকার দুই সিটি করপোরেশনের ১০২ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ করলেও এর কোনো প্রভাব ডেঙ্গুর ওপর পড়েনি। উত্তর সিটি করপোরেশনে একজন কীটতত্ত্ববিদ থাকলেও দক্ষিণ সিটি করপোরেশনে কোনো কীটতত্ত্ববিদ নেই। দক্ষিণ সিটির ৭ জন ও উত্তর সিটির ১৩ জন এমবিবিএস ডাক্তারের নেতৃত্বে ২ হাজার ৩০০ মশকনিধনকর্মীর মাধ্যমে লোকদেখানো ডেঙ্গু মহামারি রোধের চেষ্টা করছেন। সমাবেশ শেষে সিপিবির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।