নির্বাচন সুষ্ঠু দেখাতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ: গণতন্ত্র মঞ্চ

নির্বাচন বর্জনের দাবিতে রাজধানীর পুরানা পল্টন, ফকিরাপুল ও বিজয়নগর এলাকায় গণসংযোগ করে গণতন্ত্র মঞ্চ। ঢাকা, ১ জানুয়ারিছবি: গণতন্ত্র মঞ্চের সৌজন্যে

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, নির্বাচন সুষ্ঠু দেখাতে মরিয়া হয়েছে উঠেছে আওয়ামী লীগ। কিন্তু এই নির্বাচন সুষ্ঠু দেখালেই এটা সুষ্ঠু হয়ে যাবে না। এই তামাশার নির্বাচন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে ভয়ংকর হুমকির মধ্যে ফেলবে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ‘একতরফা ভোট বয়কট করুন’ আহ্বান নিয়ে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ সমাবেশে সভাপতিত্ব করেন। জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমম্বয়ক ইমরান ইমন।

বক্তারা বলেন, নিজের দলের লোকজনকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে জাতীয় নির্বাচনকে আজ স্থানীয় পর্যায়ের নির্বাচন বানিয়ে ফেলেছে ক্ষমতাসীনেরা। যদিও প্রায় দুই-তৃতীয়াংশ আসনে কার্যকর কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ২০১৪ সালের মতো তারা ইতিমধ্যেই জয় নিশ্চিত করে ফেলেছে। সরকার বিরোধী দলকে বিদেশনির্ভর বলে অভিযুক্ত করে। কিন্তু আওয়ামী লীগই যে বিদেশনির্ভর, সেটা প্রমাণিত হচ্ছে বারবার ‘সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে’ ঘোষণার মধ্যে।

গণতন্ত্র মঞ্চের নেতারা সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে রাজনৈতিক সংকট সমাধান করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

সমাবেশের পর একটি মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় থেকে দৈনিক বাংলা হয়ে ফকিরাপুল ও বিজয়নগর এলাকায় গিয়ে শেষ হয়।