রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে কৃষক লীগ খাগড়াছড়ি জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের ভিত অনেক গভীরে। আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল, জনগণের দল, খেটে খাওয়া মেহনতি মানুষের দল, এ দেশের কিষান-কিষানির দল। রাজপথ আমরা কাউকে ইজারা দিইনি। এ দল রাজপথ থেকেই গড়ে উঠেছে। রাজপথে আছে, রাজপথেই থাকবে।’ যারা মানুষ পোড়ায়, তাদের হাতে রাজপথ ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে বাংলাদেশ কৃষক লীগ খাগড়াছড়ি জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে হাজারো নেতা–কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। জেলা সম্মেলনের দ্বিতীয় পর্বে পিন্টু ভট্টাচার্যকে সভাপতি ও খোকন চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আওয়ামী লীগের ১৪ বছরের ব্যাপক উন্নয়ন ও পরিবর্তনের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি ও পলাতক নেতা তারেক রহমানের এ পরিবর্তন সহ্য হচ্ছে না। খালেদা জিয়ার অন্তর জ্বলে যাচ্ছে আর ফখরুল ইসলাম আলমগীর বকবক করছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ‘সরকারকে দড়ি ধরে টান দেওয়ার সময় এসেছে’ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘১০ ডিসেম্বর সরকারকে দড়ি ধরে টান দিতে গিয়ে তারা নিজেরাই চিৎপটাং হয়ে গেছে। এরপর টান দিলে দড়ি ছিঁড়ে তাদের হামাগুড়ি দিতে হবে।’

পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী আকবর চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।