আবারও শুক্রবার ঢাকায় ও শনিবার সব মহানগরে গণমিছিল করবে বিএনপি
সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ আগস্ট শুক্রবার বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা নিয়ে ‘গণমিছিল’। পরদিন ২৬ আগস্ট শনিবার দেশের সব মহানগরে ‘কালো পতাকা গণমিছিল’ করবে দলটি।
মঙ্গলবার রাত আটটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবৈধ, লুটেরা ও ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ; সংসদ বিলুপ্তিকরণ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।
২৬ দিনে ৩২৪ মামলা, গ্রেপ্তার দেড় হাজার
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দাবি করেন, গত ২৮ ও ২৯ জুলাই বিএনপি কর্মসূচিকে কেন্দ্র করে এ পর্যন্ত দেশের বিভিন্ন থাকায় ৩২৪টি মামলা দেওয়া হয়েছে। এতে বিএনপির ১৩ হাজার ১১৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫২১ জনকে।
একই সময়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলায় দলের ১ হাজার ২০০ নেতা-কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, রক্তাক্ত আক্রমণ চালিয়ে ক্ষমতা ধরে রাখা যাবে না।
রিজভী অভিযোগ করেন, ‘সরকার হানাহানিকেই টিকিয়ে রেখেছে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে বাদ দিয়ে। তারা ভোটারদের কাছে যেতে পারবে না বলেই মহানগর, জেলা, উপজেলায় খুন-জখম-আক্রমণ করছে।’