একতরফা নির্বাচনের পথে হাঁটলে কঠোর আন্দোলন: নুরুল হক

বিজয়নগরে অবরোধের সমর্থনে মিছিল করে গণ অধিকার পরিষদ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। ঢাকা, ৮ নভেম্বর
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগপর্যন্ত সরকারের মতিগতি দেখবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি নুরুল হক। তিনি বলেন, যদি তারা (সরকার) একতরফা নির্বাচনের পথে হাঁটে, তাহলে তফসিলের পর থেকে আরও কঠোর আন্দোলন আসবে।

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় আজ বুধবার সকালে এক সংক্ষিপ্ত সমাবেশে সরকারের বিরুদ্ধে নুরুল হক এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশের আগে অবরোধের সমর্থনে মিছিল করে গণ অধিকার পরিষদ। তাঁরা রাজধানীর পুরানা পল্টনের আল–রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় শান্তিপূর্ণ সভা–সমাবেশে বাধা, হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানায় গণ অধিকার পরিষদ।

গত ২৮ অক্টোবরের সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ গুলি চালিয়েছে এবং পুলিশ টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে বলে অভিযোগ করেন নুরুল হক। তিনি বলেন, ‘দেশের জনগণ আপনাদের (আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার) পাশে নেই, বিদেশিরাও পাশে নেই। আপনাদের চাপাবাজি বেশিদিন টিকবে না।’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, সরকার আরেকটি পাতানো নির্বাচন করতে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার সব নেতা–কর্মীর মুক্তির দাবি করেন তিনি।