বিএনপিকে ধ্বংসের জন্য তারেক রহমানই যথেষ্ট: তথ্যমন্ত্রী

জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদছবি: তথ্য মন্ত্রণালয়

বিএনপিকে ধ্বংস করার জন্য এক তারেক রহমানই যথেষ্ট, আর কারও দরকার নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, তারেক রহমান বিএনপিকে একটি আন্ডারগ্রাউন্ড দলে, সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে হাছান মাহমুদ এসব কথা বলেন। ‘বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত তাদের জনসমর্থন হারিয়ে এখন পলাতক দল। তারা গুপ্তস্থান থেকে আন্দোলনের ডাক দেয় আর গাড়িঘোড়াতে পেট্রলবোমা নিক্ষেপ করে। প্রকৃত অর্থেই বিএনপি-জামায়াত এখন আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘অনেক বিএনপি নেতার সঙ্গে বিমানবন্দরে, ট্রেন স্টেশনে, বিয়েশাদিতে আমাদের দেখা হয়; তখন তাঁদের জিজ্ঞেস করি, ভাই আপনারা কী করছেন? তাঁরা বলেন, সব উনার ইচ্ছা; লন্ডনে যে আছেন উনার ইচ্ছা। অর্থাৎ বিএনপিকে ধ্বংস করার জন্য এক তারেক রহমানই যথেষ্ট আর কারও দরকার নাই।’

হাছান মাহমুদ আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো আগুন–সন্ত্রাসীকে বা সন্ত্রাসের পরিকল্পনাকারীকে দেখলে পুলিশে সোপর্দ করতে হবে।

সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।