লন্ডনে নেতা–কর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তর লন্ডনের কিংসমিডো স্টেডিয়ামে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।ছবি: বিএনপির মিডিয়া সেল থেকে নেওয়া

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যুক্তরাজ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তর লন্ডনের কিংসমিডো স্টেডিয়ামে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতি বছরের মতো এবারও তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির নেতা–কর্মীদের নিয়ে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি নেতা–কর্মীদের সাথে ঈদের কোলাকুলি করেন।

তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি তাজুল ইসলাম, কামরুজ্জামান, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, মিসবাহউজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল আহমদসহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা–কর্মী।

এদিকে লন্ডনের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে। এখানে ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়। এরপর এক ঘন্টা পর পর ৬টি জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদ ও ব্রিকলেন মসজিদেও চারটি করে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রবাসী বাংলাদেশীরা তাদের স্বজন ও পরিচিতদের নিয়ে নামাজ আদায় করেন।

এছাড়া খোলা মাঠে লন্ডনের মাইলএন্ড স্টেডিয়াম, স্টেপনিগ্রীনের শাহজালাল মসজিদ, পপলার মসজিদ, বার্কিংয়ের ওয়েসিস ব্যাংকুইটি হলসহ প্রতিটি মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

লন্ডন ছাড়াও বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাজ্যের লোটন, বার্মিংহাম, ওল্ডহাম, ম্যানচেস্টার, সান্ডারল্যান্ড, ব্রাডফোর্ড, নিউক্যাসল, কার্ডিফ, গ্লাসগো ও এডিনবরায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি ঈদ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন।

বিভিন্ন জায়গায় ঈদ জামাতে মুসল্লিদের জন্য নানা পদের খাবার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া শিশু–কিশোরদের জন্য বিনোদনেরও ব্যাবস্থা করা হয়েছে।