বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে দলটি। আজ রোববার বেলা তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নিয়েছেন। সমাবেশ শুরু হওয়ার এক ঘণ্টা আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতা–কর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন।
বিএনপির কয়েক হাজার নেতা–কর্মীর উপস্থিতির কারণে বেলা দুইটা থেকেই নয়াপল্টন এলাকায় দক্ষিণ পাশের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আড়াইটার পর থেকে আরেক পাশের সড়কেও যান চলাচল সীমিত হয়ে পড়ে। সাধারণত বিএনপির কর্মসূচিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও আজকের কর্মসূচিতে তেমনটা দেখা যায়নি।
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্যরা সমাবেশে বক্তৃতা করবেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ সমাবেশ সঞ্চালনা করছেন।