শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দাবি জমিয়তের

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে সংগঠনটির সভাপতি উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘শ্রমিক-মালিক উভয় পক্ষের মধ্যে সুন্দর পন্থায় সমন্বয় করে শ্রমিক–জনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এ ক্ষেত্রে শ্রম ও শ্রমিকের অধিকার–সংক্রান্ত ইসলামের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে।’

ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে শ্রমিকেরা যেন কোনোভাবেই অবহেলা ও নিগ্রহের শিকার না হন, সে জন্য রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।

দলটির বিবৃতিতে আরও বলা হয়, ‘এখনো পাওনা আদায়ের জন্য শ্রমিকদের রাস্তায় নামতে হয়, এটা খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় শ্রমিকেরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদের ছাঁটাই করা হয়।’

এমন আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।