দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে সীমাহীন দুর্ভোগ: ড. কামাল

ড. কামাল হোসেন
ফাইল ছবি

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও গ্যাস–বিদ্যুৎসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। এ অবস্থায় নিত্যপণ্যের দাম কমাতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় কামাল হোসেন এ কথা বলেন। দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ড. কামাল গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁকে উদ্ধৃত করে বলা হয়, ‘আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে দেশব্যাপী জনমত গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’ এ জন্য সমমনা রাজনৈতিক দল ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান কামাল হোসেন।

সভায় বক্তব্য দেন সভাপতি পরিষদ সদস্য মফিজুল ইসলাম খান, সংসদ সদস্য মোকাব্বির খান প্রমুখ।