রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: প্রথম আলো

রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা জানি, এই সরকার কখনোই খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করবে না। দুঃখজনক হলেও সত্য তারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়।’

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগ করেন। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ৭৫তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও ব্যানারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের কথা উল্লেখ করা হয়।

আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে এসে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ৭৫তম জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বক্তব্যেও জন্মদিনের কথা উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সুস্থাস্থ্য কামনা করেছেন। তবে অতিথিদের বক্তব্য শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান নিজেই মোনাজাতে হাত তুলে আল্লাহর কাছে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া চেয়েছেন।

এই আয়োজনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণ অধিকার পরিষদের (সভাপতি) নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খান; জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।