ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাম জোটের

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং গ্রাম, শহরে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

বাম জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট। এর অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাজারে ব্রয়লার মুরগির দাম ৩০০ টাকা ছুঁই ছুঁই। খাসির মাংসের দাম সাধারণের নাগালের বাইরে অনেক আগেই চলে গেছে। পাঙাশ, তেলাপিয়ার দামও ২০০ টাকার ওপরে। চাল-আটা, তেল-চিনি, ডাল-ময়দা, মসলাসহ কনফেকশনারি পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা তরকারির দামও। দ্রব্যমূল্যের এই পাগলা ঘোড়া কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার।

মানুষ টিসিবির পণ্য কিনতে পাঁচ-ছয় ঘণ্টা ট্রাকের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যাচ্ছেন। মন্ত্রীরা বারবারই বলছেন, রমজানে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা হবে। দেশে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।

জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদের সভাপতিত্বে সমাবেশে সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী বক্তব্য দেন।