আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মৃতিচারণা ও মিলনমেলায় অনুষ্ঠানে বক্তব্য দেন দিলারা চৌধুরী
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক দলের কাজ হতাশাগ্রস্ত জনগণকে স্বপ্ন দেখানো ও জাগিয়ে তোলা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। তিনি বলেন, দেশের আপামর জনতা হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে। বাংলাদেশের জনগণের সামনে এখন কোনো স্বপ্ন নেই। রাজনৈতিক দলগুলো এখন আর মানুষকে কোনো স্বপ্ন দেখাতে পারছে না।

আজ বৃহস্পতিবার বিকেলে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামের একটি রাজনৈতিক উদ্যোগের উদ্যোক্তাদের স্মৃতিচারণা ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৯ সালের এপ্রিলে এই রাজনৈতিক উদ্যোগের সূচনা হয়েছিল।

দিলারা চৌধুরী বলেন, হতাশার মধ্যে মানুষকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিল ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামক রাজনৈতিক উদ্যোগ। যেখান থেকে পরবর্তী সময়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জন্ম। দেশের জেলা, উপজেলা পর্যায়ে কমিটি গঠন, রাজনৈতিক কর্মসূচির মতো জনবান্ধব কর্মসূচির মাধ্যমে এবি পার্টি এখন গণমানুষের রাজনৈতিক দলে পরিণত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল ওহাব মিনার বলেন, ‘আমার মতো একজন চিকিৎসকের রাজনীতি করার প্রয়োজন ছিল না। কিন্তু যখন দেখি, দেশের মানুষ শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাঁদের জন্য কিছু না করে কীভাবে থাকি? এ জন্যই রাজনীতি করছি।’

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল গঠনে জনগণের কাছে আস্থাভাজন থাকতে হবে, ধৈর্যহারা হলে চলবে না। আমরা দলের নিবন্ধন প্রক্রিয়ায় রয়েছি। নিবন্ধনের মাধ্যমে এবি পার্টি মাঠের রাজনীতির মূল খেলায় অংশ নেবে। আপনারা সবাই ধৈর্যের সঙ্গে দলের অগ্রগতির পথে সম্পৃক্ত থাকবেন।’ তিনি এবি পার্টি গঠনে প্রয়াত নেতা এরশাদ হোসেনকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যোবায়ের আহমেদ ভুইয়া, বি এম নাজমুল হক প্রমুখ। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এ মিলনমেলায় উপস্থিত ছিলেন।