কারও পরামর্শে এবং কোনো ভয়ভীতিতে এই দেশ চলবে না: আমির হোসেন আমু

আমির হোসেন আমু

কারও সাজেশনে (পরামর্শে) এই দেশ পরিচালিত হতে পারে না—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, এই দেশ স্বাধীন, সার্বভৌম। কারও নির্দেশে নয় এবং কোনো ভয়ভীতিতে এই দেশ পরিচালিত হতে পারে না। হবেও না।

আজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে ৫৮দলীয় জোটের এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু।

সম্মিলিত জাতীয় জোট তথা ৫৮–দলীয় জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতিতে তাদের জোটের ভূমিকা নিয়ে এ সভার আয়োজন করে।

দেশের বিভাগীয় শহরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ৫৮ দলের সম্মিলিত জাতীয় জোট। এ প্রসঙ্গে আমির হোসেন আমু বলেন, সেই সমাবেশ প্রমাণ করবে শুধু আওয়ামী লীগ নয়, ৫৮ দলই যথেষ্ট ওই বিএনপিকে মোকাবিলা করার জন্য, ওই জামায়াতকে মোকাবিলা করার জন্য। ৫৮ দলভুক্ত যে ৮টি ইসলামি দল রয়েছে, তারা ঐক্যবদ্ধভাবে ওই জামায়াতকেও মোকাবিলা করতে পারবে।

২০১৭ সালের মে মাসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদ উপস্থিত থেকে ‘ঢাউস’ এই জোটের ঘোষণা দিয়েছিলেন। এই জোটের দলগুলোর প্রায় সবই ‘অচেনা’, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৭ সালে প্রয়াত এইচ এম এরশাদের সঙ্গে তারা জোটবদ্ধ হয়েছিল। ২০১৮ সালের নির্বাচনের পর আর এই জোটের অস্তিত্ব দেখা যায়নি। জাতীয় পার্টি আগামী নির্বাচন বর্জন করলে রওশন এরশাদের নেতৃত্বে ৫৮–দলীয় জোটকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বলে সরকারি বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

৫৮টি দলের সম্মিলিত জাতীয় জোটের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪–দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, যদি অগণতান্ত্রিক পন্থায় সরকার আসে, তাহলে আবার এই দেশ পিছিয়ে যাবে। তাই সেই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতাকে স্থায়ী করার জন্য সংবিধানের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় সম্মিলিত জাতীয় জোটের মহাসচিব খন্দকার মো. ইমদাদুল হক বলেন, ‘এই জোট করা হয়েছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আমু ভাই (আমির হোসেন আমু) যেভাবে নির্দেশ দেবেন, এই জোট সেভাবেই চলবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাঠে থাকব।’

সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র আলতাফ হোসাইন মোল্লা বলেন, রওশন এরশাদ এই জোটের চেয়ারম্যান। তাঁর নেতৃত্বে এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। এই জোট বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাবে বলেও জানান তিনি।