আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ করবে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল
মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ছাত্রদল আগামীকাল সোমবার (১৪ জুলাই), স্বেচ্ছাসেবক দল আগামী মঙ্গলবার (১৫ জুলাই) এবং যুবদল আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীসহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি পালন করবে।
আজ রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে তারা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসগুলোতে গুপ্ত সংগঠন মব সৃষ্টিসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর প্রতিবাদে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল–মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ১৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে যুবদল রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হবে। সেটি ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত যাবে। একই দিন জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে যুবদল।