চেয়ারও নড়েনি, ধুলাও সরেনি

এক মাস পরেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটক তালাবদ্ধ। ভেতরের চেয়ারের জমেছে ধুলা। ঢাকা, ৩ ডিসেম্বরছবি: প্রথম আলো

রাজধানীর নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের দক্ষিণ পাশের ২৮, ১ নম্বর ভবন। ভবনটির নিচতলায় কলাপসিবল গেটের পাশেই প্লাস্টিকের তিনটি চেয়ার একটির ওপর আরেকটি রাখা। গত এক মাসের বেশি সময় ধরে চেয়ারগুলো সেখানে রয়েছে। চেয়ারের বসার অংশে পড়ে আছে কয়েকটি পত্রিকার সৌজন্য কপি। আর চেয়ারের হেলান দেওয়ার অংশে জমেছে ধুলার আস্তর।

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র এটি। আজ রোববার বেলা তিনটার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে। ভবনটির নিচতলায় তালাবদ্ধ কলাপসিবল গেটের ভেতরে চেয়ারগুলো রাখা।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘাতের ঘটনা ঘটে। সেই রাতের পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। আর কার্যালয়ের সামনে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা নবম দফা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ। আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে।

কর্মসূচি দিলেও অবরোধের সমর্থনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপির কোনো নেতা–কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি বলে জানিয়েছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা, দোকানি ও নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা।

তবে দলটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে আজ সকালে মৎস্যজীবী দলের আয়োজনে কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতারা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাত ফাঁকা। নেই নেতা–কর্মীদের কোনো কোলাহল। ঢাকা, ৩ ডিসেম্বর
ছবি: প্রথম আলো

আজ বেলা তিনটার পর থেকে আধা ঘণ্টার বেশি সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে আগের মতোই কার্যালয়ের কলাপসিবল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। চেয়ারে আজকের (৩ ডিসেম্বর) একটি পত্রিকা দেখা গেছে। কার্যালয়ের সামনের সড়ক ফাঁকা।

সড়কের ফাঁকা জায়গায় কয়েকজন রিকশাচালক ও শরিক যাত্রার (রাইড শেয়ারিং) মোটরসাইকেল চালককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রিকশা চালকদের কেউ কেউ আবার সংবাদ সংগ্রহের কাজে যাওয়া গণমাধ্যমকর্মীদের কাছে জানতে চাইছিলেন, বিএনপি কার্যালয়ের তালা কবে খোলা? নির্বাচনের আগে আর তালা খুলবে কি না?

এদিকে বিএনপির কার্যালয় থেকে ফকিরাপুলের দিকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের কার্যালয়ের নিচে পুলিশের অন্তত ১০ সদস্যকে দেখা যায়। আবার কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে হোটেল ভিক্টরির সামনের সড়কে ছিলেন পুলিশের আরও প্রায় ২০ জন সদস্য। তাঁদের কেউ রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন, কেউবা আবার বসে বিশ্রাম নিচ্ছেন।

সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, সকাল থেকে বিএনপির কোনো নেতা-কর্মীকে কার্যালয়ে আসতে দেখেননি তিনি।