রোজায় বিশেষ মনিটরিং সেল করে বাজার নিয়ন্ত্রণের দাবি এবি যুব পার্টির

রাজধানীর বিজয়নগরে আজ শুক্রবার প্রতিবাদ সমাবেশ করেন এবি যুব পার্টির নেতা–কর্মীরা
ছবি: প্রথম আলো

বিনা মেঘে বজ্রপাতের মতো দেশে দ্রব্যের দাম বেড়েই চলেছে। এ প্রবণতা ঠেকাতে বিশেষ মনিটরিং সেল গঠন করে পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) যুব পার্টি।

শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান এবি যুব পার্টির নেতারা।

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করে এবি পার্টির এ যুব সংগঠন।

পণ্য ক্রয়ের ক্ষমতা এখন সাধারণ মানুষের নেই দাবি করে সোলায়মান চৌধুরী বলেন, এর সঙ্গে যুক্ত হয়েছে মজুতদারি, কালোবাজারি আর চাঁদাবাজ সিন্ডিকেট। নিদারুণ কষ্টে রয়েছে সাধারণ মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী অভিযোগ করেন, রিজার্ভ মারাত্মকভাবে কমে যাওয়ায় ব্যবসায়ীরা রমজান উপলক্ষে পণ্য আমদানির প্রয়োজনীয় এলসি খুলতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোকে সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে। ফলে প্রয়োজনীয় পণ্য আমদানি করা সম্ভব হয়নি। আমদানি করতে পেরেছেন তাঁরাই, যাঁরা সরকারের চাটুকার ও উচ্ছিষ্টভোগী।

পণ্য ক্রয়ের ক্ষমতা এখন সাধারণ মানুষের নেই দাবি করে সোলায়মান চৌধুরী বলেন, এর সঙ্গে যুক্ত হয়েছে মজুতদারি, কালোবাজারি আর চাঁদাবাজ সিন্ডিকেট। নিদারুণ কষ্টে রয়েছে সাধারণ মানুষ। তাই অবিলম্বে বিশেষ মনিটরিং সেল গঠন করে পবিত্র রমজান মাসে বাজারগুলোকে নিয়ন্ত্রণের রাখার দাবি জানাচ্ছেন তাঁরা।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘আসছে সিয়াম সাধনার মাস রমজান। কিন্তু দেখছি বিনা মেঘে বজ্রপাতের মতো দেশে দ্রব্যের দাম বেড়েই চলেছে। গত বছর বেগুনের দাম বাড়িয়ে মানুষকে নির্লজ্জের মতো বলা হয়েছিল কুমড়া দিয়ে বেগুনি বানানোর কথা। এগুলো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজতান্ত্রিক আচরণ।’

বাজারে চাল, ডাল, তেল, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘রমজান মাস এলে পৃথিবীর অন্যান্য দেশে দ্রব্যেমূল্যের ওপর ছাড় বসানো হলেও আমাদের দেশে এর চিত্র উল্টো। রাষ্ট্রীয় ও দলীয় ছত্রচ্ছায়ায় প্রতিযোগিতা করে সিন্ডিকেটধারী ব্যবসায়ীরা দাম বাড়িয়ে মানুষের জীবনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করছেন।’

এবি যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, গাজীপুর জেলা আহ্বায়ক এম আমজাদ খান, যুব পার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ।