আশা খুঁজছে নতুন প্রজন্ম: তারেক রহমান

রাজধানীর বনানীতে একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। সেখানে তারেক রহমান বক্তব্য দেনছবি: প্রথম আলো

বনানীতে সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন প্রজন্ম আশার খোঁজে, বিএনপি হিংসা-প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে নিতে চায়। তিনি ১৯৮১, ২০২৫ ও ৫ আগস্ট, ২০২৪ এর ঘটনা উল্লেখ করে অতীতের পুনরাবৃত্তি চান না, সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান। তারেক জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন।