আওয়ামী লীগ বিস্ফোরণের ঘটনা নিয়েও রাজনীতি করছে: আমীর খসরু

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি
ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন স্থানে যেসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ সেগুলোকে নিয়েও রাজনীতিকরণের চেষ্টা করছে।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, একটি সরকারের আমলে যখন এগুলো ঘটে, তার মানে হচ্ছে ওই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। কিন্তু মানুষের দৃষ্টি অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ তা নিয়ে রাজনীতি করছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনের সামনে এই কর্মসূচি পালন করে বিএনপি।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ফ্যাসিস্ট ও অবৈধ সরকার ভীত ও শঙ্কিত হয়ে কিছু কাজ করা শুরু করেছে। এর একটি হচ্ছে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের ওপর নিজেদের লোক দিয়ে হামলা। সেখানে পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছে।

ভোট চুরির সঙ্গে যাঁরা জড়িত থাকবেন তাঁদের তালিকা করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ভোট চুরিতে শুধু আওয়ামী লীগের বিচার হবে না। যাঁরা জড়িত থাকবেন তাঁদেরও তালিকা করা হচ্ছে। বিশ্বের উন্নত ও গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের নির্বাচনের ওপর নিবিড় পর্যবেক্ষণ করছে।

মানববন্ধনে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘শেখ হাসিনা ও তাঁর দল এক–এগারোর মামলাগুলো খারিজ করে দিয়েছে। এসব মামলা আর ১১ বছরের লুটপাটের মামলা, গুম, খুন, হত্যা ও মিথ্যা মামলা—সব একত্র করলে আওয়ামী লীগের ৩০০ আসনের মধ্যে একটিতেও প্রতিদ্বন্দ্বিতা করার প্রার্থী পাওয়া যাবে না। এদের সবাইকে জেলে যেতে হবে। বিচারের সম্মুখীন হতে হবে। কেউ ছাড় পাবে না।’

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়।