প্রধান উপদেষ্টার কাছে হিন্দুদের ওপর হামলা তদন্তে কমিশন গঠনের দাবি
দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা তদন্তে ‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি জানিয়েছে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’ নামের একটি সংগঠন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই দাবি জানিয়েছে তারা।
আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির ওপর হামলার বিচার, তাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতকরণসহ আট দফা দাবি পেশ করেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ড. ইউনূস আশ্বস্ত করেন যে তাঁর সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সদস্যসহ প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের ওপর যেকোনো আক্রমণ ও সহিংসতা থেকে সুরক্ষা দিতে ইতিমধ্যেই কয়েকটি ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস জানান, ইতিমধ্যেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরে এসেছে। পরিস্থিতি সারা দেশে স্বাভাবিক হতে শুরু করেছে।
সাক্ষাতের সময় তথ্য ও আইসিটিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। এই দুই উপদেষ্টাও আশ্বস্ত করেছেন যে তাঁরাও সংখ্যালঘু অধিকার আন্দোলনের দাবি পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন।