নয়াপল্টনে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেছবি: সাজিদ হোসেন

১ মে মহান মে দিবস (শ্রমিক দিবস) উপলক্ষে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

‘মে দিবসের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার’ শীর্ষক এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

বেলা আড়াইটার দিকে দেখা যায়, বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের থানার ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। তাঁরা নানা স্লোগান দিচ্ছেন।

কোনো কোনো এলাকার নেতা-কর্মীরা একই রঙের টুপি কিংবা মাথায় ফিতা বেঁধেছেন। কোনো কোনো মিছিলের সঙ্গে ব্যান্ড পার্টিও দেখা গেছে।

তবে প্রচণ্ড গরমের কারণে কোনো কোনো এলাকার নেতা-কর্মীরা শুধু শোভাযাত্রা করে সমাবেশে যোগ দেন।

এ ছাড়া তীব্র রোদের কারণে সমাবেশে আসা অনেক নেতা-কর্মীকে গাছ বা ভবনের ছায়া পড়ে—এমন জায়গায় অবস্থান নিতে দেখা গেছে।

সমাবেশের জন্য সড়কে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। সমাবেশ শুরুর আগে বেলা তিনটা পর্যন্ত মঞ্চ থেকে নেতা-কর্মীদের চাঙা করার জন্য প্রতিবাদী গান পরিবেশন করা হচ্ছিল। শিল্পীদের সঙ্গে এ সময় উপস্থিত নেতা-কর্মীরাও গানে গলা মেলান।

সড়কে সমাবেশ মঞ্চ করায়, মঞ্চের সামনে নেতা-কর্মীরা অবস্থান নেওয়ার কারণে কাকরাইল থেকে ফকিরাপুলগামী সড়কের এক পাশে (বিএনপি কার্যালয়ের সামনের অংশে) যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শুধু এক পাশ দিয়ে উভয় পাশের যান চলাচল করছে। তবে সেই অংশ দিয়েও নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছিল।