ভোটারদের ভোটকেন্দ্রে আনা তো ডিএমপির কাজ না: নুরুল হক

সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত পথসভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। ঢাকা, ২৬ ডিসেম্বরছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা কাউন্সিলরদের সঙ্গে সভা করেছেন কীভাবে ভোটারদের কেন্দ্রে আনা যায়। ভোটারদের ভোটকেন্দ্রে আনা তো ডিএমপির কাজ না।

নুরুল হক আরও বলেন, ‘আমাদের পরিষ্কার কথা, আমরাও নির্বাচন চাই, ভোট দিতে চাই। তবে সে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যেভাবে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে নির্বাচন হয়েছে।’

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগের আগে সংক্ষিপ্ত পথসভায় নুরুল হক এসব কথা বলেন। পথসভা শেষে পুরানা পল্টন ও দৈনিক বাংলা এলাকায় লিফলেট বিতরণ করেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।

নুরুল হক অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ভারতের মদদে একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক।

ভিন্নমতের রাজনীতির কারণে সরকার অনেককে গ্রেপ্তার করে রেললাইন কাটা ও নাশকতার মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন নুরুল হক। তিনি বলেন, জনগণ এগুলো বোঝে। পুলিশ, ডিবি, আর্মি এগুলো জনগণের প্রতিষ্ঠান। জনগণ কেন তাদের বিরুদ্ধে দাঁড়াবে?

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, নির্বাচন কমিশন কালো আইন করে সভা–সমাবেশ বন্ধ করতে পারে নাই। জনগণের আন্দোলন বন্ধ করার এখতিয়ার কাউকে দেওয়া হয়নি।

ভারত নিয়ে মেহেরপুরের দুবারের সংসদ সদস্যের বক্তব্যের কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘ভারত ও আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় নির্বাচন হচ্ছে, সেটি প্রমাণিত হলো।’

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন