আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে। এই কমিটির চেয়ারম্যান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কিন্তু তখন কো-চেয়ারম্যানের পদ ফাঁকা ছিল। আজ শুক্রবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় কো-চেয়ারম্যান হিসেবে কাজী জাফর উল্যাহকে দায়িত্ব দেওয়া হয়।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে কেন্দ্রীয় কমিটির সব সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা আছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভায় আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য অনেকগুলো উপকমিটি করতে হচ্ছে। পরিচালনা কমিটির চেয়ারম্যান আমি তো আছি, সদস্যসচিব হিসেবে সাধারণ সম্পাদক, আর কো-চেয়ারম্যান হিসেবে কাজী জাফর উল্যাহ দায়িত্ব পালন করবেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘কো-চেয়ারের অনেক কাজ থাকবে, সারাক্ষণ বসে শুধু লেখালেখি করতে হবে। এ ছাড়া আরও ১৪টি কমিটি আছে। আমাদের ইশতেহারও প্রস্তুত।’

২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত এইচ টি ইমাম। এর আগে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।  

নির্বাচন কমিশন গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইতিমধ্যে পুরোদমে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে।