নানা আয়োজনে বিজয় দিবস উদ্‌যাপন এবি পার্টির

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবি পার্টির নেতা–কর্মীরা। ঢাকা, ১৬ ডিসেম্বরছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে আলোচনা সভা, প্রতিবাদী গান, শোভাযাত্রা ও জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ শনিবার সকাল ৯টায় রাজধানীর বিজয় নগরে বিজয়-৭১ চত্বরে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। উদ্‌যাপন কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। পরে সমবেত কণ্ঠে শহীদদের উদ্দেশে নিবেদিত ‘সালাম সালাম হাজার সালাম’ গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এবি পার্টি। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, দলের সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবাদী গানের অনুষ্ঠান হয়।